Logo Logo

কাতারে বিমান হামলার ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু


Splash Image

কাতারে বিমান অভিযান পরিচালনার জন্য অনুতপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যতে কাতারে আর কখনো হামলা চালানো হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু টেলিফোনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। সে সময় কাতারে হামাসকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অনুতাপও প্রকাশ করেন নেতানিয়াহু।

হোয়াইট হাউসের ওই বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে কাতারে আলোচনার সময় ওই হামলা চালানো হয়েছিল, যা একটি দুঃখজনক ভুল ছিল বলে মন্তব্য করেন নেতানিয়াহু।

অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য অর্থপূর্ণ ভূমিকা রাখতে কাতার সবসময় প্রস্তুত। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আল থানি ও নেতানিয়াহুর এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৯ অক্টোবর বিকেলে কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে বিমান অভিযান পরিচালনা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই ভবনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া ও অন্যান্য নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি খসড়া নিয়ে আলোচনা করছিলেন।

আইডিএফের লক্ষ্য ছিল খলিল আল হায়া ও হামাসের শীর্ষ নেতাদের হত্যা করা। হামলায় ৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন কাতারি নিরাপত্তারক্ষীও ছিলেন। তবে খলিল আল হায়া কিংবা হামাসের অন্য কোনো জ্যেষ্ঠ নেতা হতাহত হননি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...