বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেশী ফিলিপাইনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর পর সোমবার ঝড়টি ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। এ সময় উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি ছিল। এর আগে ঝড় আছড়ে পড়ার ২৪ ঘণ্টা আগেই দেশজুড়ে শুরু হয়েছিল ভারী বর্ষণ।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় এনঘে এন এবং হা তিন প্রদেশে। নিহত, নিখোঁজ এবং আহতদের সবাই এই দুই প্রদেশের বাসিন্দা। তারা ভূমিধস ও হড়পা বানের শিকার হয়েছেন। এছাড়া দুই প্রদেশে আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত এক লাখ বাড়িঘর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল।
ঝড়ের আঘাতে সোমবার বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় মধ্যাঞ্চলের বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এখনো বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
ভিয়েতনামে আঘাত হানার আগে টাইফুন ‘বুয়ালোই’ ফিলিপাইনে তাণ্ডব চালায়। দেশটিতে এ ঝড়ে ২৬ জনের প্রাণহানি ঘটে এবং নিখোঁজ হন আরও অন্তত ১৪ জন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...