Logo Logo

নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ।


Splash Image

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারী জেলার ৩য় ব্যাচের ৫০জন প্রশিক্ষণার্থীদের নিয়ে মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের নীলফামারী জেলার আয়োজনে লিমিটেডের প্রশিক্ষণ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নীলফামারীর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক দিলগীর আলম, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর সিনিয়র বিভাগীয় প্রধান ফরিদুল ইসলাম, কো-অর্ডিনেটর ছবি রানী, প্রশিক্ষার্থীদের সফলতা ও অনুভূতি ব্যক্ত করেন হৈমন্তী রায় ও তাপসী অধিকারী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণার্থী রুবি বানু।

প্রশিক্ষণার্থী জান্নাতুন ফেরদৌস জুঁই ও উমাইরা কাদেরী জানান, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও সফট স্কিল বিষয়ক তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ কাল বৃদ্ধির দাবী করছি। এই অল্প সময়ের মধ্যে যতটুকু প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে তাতে আয় করা সম্ভব।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর কো-অর্ডিনেটর ছবি রানী জানান, প্রকল্পটির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তা ইতোমধ্যেই দৃশ্যমান ফলাফল দিতে শুরু করেছে। সরকারের প্রত্যক্ষ তদারকির ফলে প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচনে ব্যাপক সাড়া ফেলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...