Logo Logo

গাজীপুরে অনুমতিহীন মেলায় নাগরদোলা হেলে পড়ে আহত ৫


Splash Image

গাজীপুরের শিমুলতলীতে অনুমতিহীন এক মেলায় নাগরদোলা হেলে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত স্থানে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, মাসব্যাপী আয়োজিত মেলায় ওইদিন বিকেল ৫টার দিকে প্রায় ২৫-৩০ জন দর্শনার্থী নাগরদোলায় ওঠেন। হঠাৎ যান্ত্রিক ভারসাম্য হারিয়ে সেটি একপাশে হেলে পড়লে অন্তত পাঁচজন আহত হন। দুর্ঘটনার পরপরই মেলা কর্তৃপক্ষ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আহতদের দ্রুত অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়। এসময় ছবি তুলতে গেলে সাংবাদিকদেরও বাধা দেওয়া হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছামাদ বলেন, “বালুর ওপর এ ধরনের বড় নাগরদোলা বসানো নিরাপদ নয়। নিচে বালু ডেবে যাওয়াতেই দুর্ঘটনা ঘটেছে।”

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুর হাসান জানান, “মেলার অনুমতির জন্য পুলিশকে কেউ আবেদন করেনি। তাই পুলিশ কোনো অনুমতিও দেয়নি।”

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেন, “জেলা প্রশাসক বরাবরও মেলার অনুমতির আবেদন করা হয়নি।”

তবে আয়োজকদের একজন মাহমুদ দাবি করেন, মেলার অনুমতি সেনাবাহিনী দিয়েছে। কিন্তু এ বিষয়ে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী অফিসার আবুজর গিফারী জানান, “আমাদের কেবল জানানো হয়েছিল, কোনো অনুমতি দেওয়া হয়নি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...