বিজ্ঞাপন
তিনি আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের শ্রী শ্রী গোবিন্দ জিও মন্দিরে দূর্গা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
তিনি আরো বলেন, অভিযোগ আসার পর প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার বক্তব্য দেয়ার। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত করে প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখানে ছাড় দেয়ার কোন সুযোগ নেই। যারা এর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
এসময় ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মন্দির কমিটির সভাপতি স্বপন দে সোপু, সাধারণ সম্পাদক যামিনী কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয় মহন্ত অলক সহ অনেকে উপস্থিত ছিলেন।
এরপর ডিআইজি আমিনুল ইসলাম ঠাকুরগাঁও সুগারমিল, ফারাবাড়ি ও বালিয়াডাঙ্গী উপজেলা সহ বেশ কয়েকটি মন্ডব পরিদর্শন করেন।
উল্লেখ্য, গেল (০১ সেপ্টেম্বর) নকল সোনার পুতুল ও রুপার মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
অভিযোগ উঠে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ও এসআই সহিদুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার যোগসাজশে গ্রেফতারকৃত ব্যাক্তিদের কাছে থাকা ৬ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করাসহ ক্রেতাদের বানানো হয় প্রতারক।
এ ঘটনার বিষয়ে সোর্স আকাশ নামে এক ব্যাক্তির সাথে এসআই সহিদুল ইসলামের কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ায় বেড়িয়ে আসে আসল ঘটনা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...