অতিরিক্ত পানি দিলে কেটলিতে কেন বাড়ে দুর্ঘটনার ঝুঁকি
বিজ্ঞাপন
ইলেকট্রিক কেটলি এখন ঘরে কিংবা অফিসে পানির দ্রুত সমাধান হিসেবে অত্যন্ত জনপ্রিয়। তবে ব্যবহার সহজ হলেও সামান্য অসাবধানতা অনেক বড় বিপদের কারণ হতে পারে। শর্ট সার্কিট, আগুন লাগা কিংবা যন্ত্র নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে ভুল ব্যবহারের কারণে। বিশেষজ্ঞদের মতে, ইলেকট্রিক কেটলি ব্যবহারের সময় কয়েকটি সাধারণ ভুল থেকে অবশ্যই দূরে থাকতে হবে।
প্রথমত, অনেকেই কেটলিতে প্রয়োজনের চেয়ে বেশি পানি দিয়ে থাকেন। অথচ প্রতিটি কেটলির গায়ে একটি ‘MAX’ লেভেল উল্লেখ থাকে। এর বেশি পানি দিলে ফুটে উপচে পড়তে পারে এবং সরাসরি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
দ্বিতীয়ত, কেটলির নিচে যদি পানি লেগে থাকে এবং সেক্ষেত্রে বিদ্যুৎ চালু করা হয়, তাহলে শর্ট সার্কিট হতে পারে। তাই প্রতিবার ব্যবহার করার আগে বেস পুরোপুরি শুকনো আছে কি না তা নিশ্চিত করা জরুরি।
তৃতীয়ত, কেটলির মূল উদ্দেশ্য শুধুমাত্র পানি গরম করা। কিন্তু অনেকেই দুধ, কফি বা স্যুপ গরম করতে কেটলি ব্যবহার করেন, যা একেবারেই নিরাপদ নয়। এতে শুধু যন্ত্র দ্রুত নষ্ট হয় না, বরং অগ্নিকাণ্ড বা বৈদ্যুতিক দুর্ঘটনার সম্ভাবনাও থেকে যায়।
চতুর্থত, কেটলি চালু রেখে ভুলে যাওয়া আরেকটি বড় ঝুঁকি। যদিও আধুনিক কেটলির অনেকগুলোতে অটো শাটডাউন ফিচার থাকে, তারপরও ব্যবহার শেষে নিজে থেকে নিশ্চিত হওয়া উচিত যে কেটলি বন্ধ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সচেতনতা এবং সঠিক ব্যবহার কেবল দুর্ঘটনার ঝুঁকি কমায় না, বরং ইলেকট্রিক কেটলির আয়ুও বাড়ায়। তাই নিরাপদ থাকার জন্য এই ছোট ভুলগুলো এড়িয়ে চলা সবার দায়িত্ব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...