ভোরের বাণী গ্রাফিক্স
বিজ্ঞাপন
ছোট-বড় সব ধরনের ইলিশ মাছ কেজিতে ১০০ থেকে ৩০০ টাকা বেড়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
মাছ ধরা ও বিক্রি বন্ধের ঘোষণায় বাজারে ইলিশের দাম বেড়েছে। দাম বাড়ায় নিম্নবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ।
ভোক্তারা অভিযোগ করে বলেছেন, এবছর ইলিশের বাজার সব সময় চড়া রয়েছে। সিন্ডিকেটের কারণে নিম্নবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ। ভরা মৌসুমেও সরবরাহ ভালো থাকলেও দাম কমেনি ইলিশের।
এ ব্যাপারে তালতলা বাজারে বাজার করতে আসা তোফাজ্জল সিকদার বলেন, গত বছর এই সময় ইলিশের দাম কম ছিল। কিন্তু এবছর বড় মাছ তো চোখেই দেখলাম না। জাটকায় বাজার সয়লাব হলেও দাম ৬০০ থেকে ৭০০ টাকা কেজির নিচে মিলছে না। আর গরিব মানুষের এক কেজি ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্য নেই। সরকারের উচিত হবে ইলিশ সিন্ডিকেট ভাঙা, তা না হলে আগামীতে ইলিশ চোখেও দেখবো না।
এসব বাজারগুলোতে এক কেজি ওজনের ইলিশ কেজিতে ৩০০ টাকা বেড়ে ২৩০০ থেকে ২৪০০ টাকা এবং ৭০০ গ্রামের ইলিশ ২০০০ টাকা, ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ১৬০০ টাকা এবং ৩০০ গ্রামের ইলিশ ১১০০ টাকা এবং ১৫০ থেকে ২০০ গ্রামের মাছ ৬০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...