বিজ্ঞাপন
ইসলামে ভ্রমণকারী বা মুসাফির ব্যক্তির জন্য নামাজ সংক্ষিপ্ত বা কসর করে পড়ার অনুমতি রয়েছে। তবে অনেক সময় নারীরা বিয়ের পর জানতে চান—বাবার বাড়িতে গেলে কি কসর পড়তে হবে?
দারুল ইফতার ব্যাখ্যা অনুযায়ী, বিষয়টি নির্ভর করে মেয়েটির “ওয়াতান” (স্থায়ী ঠিকানা) ও অবস্থানের সময়ের নিয়ত-এর ওপর।
যদি কোনো মেয়ে বিয়ের পর স্বামীর বাড়িকে স্থায়ী ঠিকানা হিসেবে গ্রহণ করে, অর্থাৎ বাবার বাড়ি থেকে চূড়ান্তভাবে বিদায় নেয়, তাহলে সে বাবার বাড়িতে ১৫ দিনের কম সময় অবস্থান করলে মুসাফির গণ্য হবে। সে ক্ষেত্রে সেখানে নামাজ কসর পড়তে হবে।
অন্যদিকে, যদি সে বাবার বাড়ি থেকেও বিদায় না নেয়, বরং উভয় জায়গাতেই (বাবার বাড়ি ও স্বামীর বাড়ি) বসবাসের নিয়ত রাখে, তবে কোনো জায়গাতেই সে মুসাফির হবে না। অর্থাৎ নামাজ পূর্ণভাবেই আদায় করতে হবে।
যদি স্বামী ঘরজামাই হন এবং স্ত্রী মাঝে মাঝে শ্বশুরবাড়িতে বেড়াতে যান, তবে স্ত্রী শ্বশুরবাড়িতে মুসাফির, কিন্তু বাবার বাড়িতে স্থানীয় (মুকীম) গণ্য হবেন।
অতএব—
আপনি যদি বিয়ের পর বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে স্বামীর বাড়িতে চলে যান, তাহলে বাবার বাড়িতে ১৫ দিনের কম অবস্থান করলে নামাজ কসর করবেন।
ঢাকা থেকে বোনের বাসায় গেলে, এবং সেখানে ১৫ দিনের কম থাকার ইচ্ছা থাকলে, সেখানেও কসর পড়তে হবে।
কিন্তু যদি আপনি বাবার বাড়ি থেকে চূড়ান্তভাবে বিদায় না নেন, তাহলে বাবার বাড়িতে নামাজ পূর্ণ পড়বেন, তবে অন্য স্থানে (যেমন স্বামীর বাড়ি বা বোনের বাড়ি) ১৫ দিনের কম থাকলে কসর করবেন।
মারজে ও সূত্র:
الدر المختار مع رد المحتار، كتاب الصلاة (2/739)
الفقه الإسلامي وأدلته (2/304)
فتاوى رحيمية (5/166)
دار العلوم فتاوى (4/554)
والله أعلم بالصواب
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...