Logo Logo

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে ৫০ জনের প্রাণহানি


Splash Image

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভয়াবহ ভবনধসে অন্তত ৫০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানান, এ পর্যন্ত উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ৫০ জনের মরদেহ এবং ১০৪ জনকে জীবিত উদ্ধার করেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন। তিনি আরও জানান, স্কুলভবনের ৬০ শতাংশ ধ্বংসাবশেষ অপসারণ করা হয়েছে। তবে ধসে যাওয়া স্কুল ভবনের সঙ্গে সংলগ্ন আরেকটি ভবনও ভেঙে পড়েছে, ফলে চত্বরজুড়ে ধ্বংসস্তূপে আটকে আছেন নিখোঁজদের বেশিরভাগই।

এদিকে ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) এর ডিজাস্টার ডেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের প্রধান আবদুল মুহারি জানান, ধ্বংসস্তূপ থেকে মৃত অবস্থায় ৪৫ জন এবং আহত অবস্থায় ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন আছেন।

রোববার দুপুরে পূর্ব জাভার সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ও সংলগ্ন একটি ভবন ধসে পড়ে। ভবন ধসের সময় জুনিয়র স্কুলটির ভেতরে কয়েক শ’ কিশোর শিক্ষার্থী অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষক জানিয়েছেন, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানোর জন্য স্কুলটির ছাদে নতুন তলা নির্মাণকাজ চলছিল। কিন্তু ভবনের ভিত্তি বা ফাউন্ডেশন অতিরিক্ত তলা নির্মাণের উপযোগী নয়—এ বিষয়টি কর্তৃপক্ষ আমলে নেয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...