Logo Logo

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস


Splash Image

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রশাসন জব্দ করেছে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ। একই সঙ্গে ইঞ্জিনচালিত একটি নৌকাও আটক করা হয়েছে, যা পরে নিলামে বিক্রি করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে আইন অমান্যকারী জেলেদের কার্যক্রমকে প্রতিহত করা হয়।

অভিযানের পর জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক ইঞ্জিনচালিত নৌকাটি নিলামে বিক্রি করে ৩৬ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

সরকার ঘোষিত ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ে সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ। কিন্তু কিছু জেলে এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার চেষ্টা করছেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়েছে এবং প্রশাসন জানিয়েছে, অভিযান চলমান থাকবে, যাতে মা ইলিশ সংরক্ষণে অব্যাহতভাবে নজর রাখা যায়।

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...