Logo Logo

ভারতে আটক বিদেশিদের ৮৯ শতাংশ বাংলাদেশি!

ভারতের জেলে সবচেয়ে বেশি বাংলাদেশি, প্রকাশ্যে এল নতুন পরিসংখ্যান


Splash Image

প্রতীকী ছবি

ভারতের কারাগারে আটক বিদেশি নাগরিকদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি বাংলাদেশি। এনসিআরবির ‘প্রিজন স্ট্যাটিস্টিকস অব ইন্ডিয়া ২০২৩’ প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের কারাগারগুলোতেই বন্দি রয়েছেন ৮৯ শতাংশ বাংলাদেশি বিদেশি নাগরিক।


বিজ্ঞাপন


ভারতের কারাগারে আটক বিদেশি নাগরিকদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। সম্প্রতি প্রকাশিত ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-এর ‘প্রিজন স্ট্যাটিস্টিকস অব ইন্ডিয়া ২০২৩’ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের কারাগারে মোট ৬ হাজার ৯৫৬ জন বিদেশি নাগরিক বন্দি আছেন। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কারাগারগুলোতেই বন্দি রয়েছেন ২ হাজার ৫০৮ জন, যা মোট বিদেশি বন্দির প্রায় ৩৬ শতাংশ।

সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হলো—এই বিদেশি বন্দিদের মধ্যে ৮৯ শতাংশই বাংলাদেশি নাগরিক। এদের বেশিরভাগকেই অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কারাগারে মোট ২৫ হাজার ৭৭৪ জন বন্দির মধ্যে প্রায় ৯ শতাংশই বিদেশি নাগরিক। এদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশি বন্দিদের মধ্যে ৭৭৮ জন দোষী সাব্যস্ত হয়েছেন এবং ১ হাজার ৪৪০ জন বিচারাধীন অবস্থায় রয়েছেন।

বিদেশি বন্দিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমারের নাগরিকরা, তবে তাদের সংখ্যা বাংলাদেশিদের তুলনায় অনেক কম। প্রতিবেদন অনুসারে, বিচারাধীন বন্দিদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, যা তরুণদের এই সমস্যায় জড়িয়ে পড়ার বিষয়টি স্পষ্ট করে।

ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ও সীমান্তের দুর্বল নিরাপত্তা ব্যবস্থাই বাংলাদেশি নাগরিকদের এভাবে ভারতে প্রবেশের সুযোগ তৈরি করছে।

এনসিআরবির এই সাম্প্রতিক প্রতিবেদনটি ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নীতির বিষয়টি আবারও আলোচনায় এনে দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...