Logo Logo

আবরার ফাহাদ স্মরণে নীলফামারীতে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল


Splash Image

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদত বার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ ছাত্রশিবির নীলফামারী শহর শাখার আয়োজনে শহরের আল হেলাল একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

শহর শাখার সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি রঞ্জু ইসলাম ও মইনুল ইসলাম।

সভায় সভাপতির বক্তব্যে মো. মাজেদুল ইসলাম বলেন, “যাদের হাতে আবরার ফাহাদ নিহত হয়েছেন তারাও মেধাবী ছিলেন, কিন্তু তারা ছিলেন অন্যায়ের পক্ষে। আর আবরার ফাহাদ ছিলেন ন্যায়ের পক্ষে।” তিনি আরও বলেন, “ন্যায়ের পক্ষে কথা বলার কারণেই সে সময় বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্মমভাবে খুন হন আবরার। আমরা ফ্যাসিবাদী সমাজ চাই না, চাই আদর্শ সমাজ। তাই প্রত্যেকের উচিত আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখা।”

আলোচনা সভা শেষে আবরার ফাহাদসহ বাংলাদেশ ছাত্রশিবিরের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জেলা শহর, কলেজ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রশিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...