বিজ্ঞাপন
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৪৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত জুয়েল মৃধা বরগুনা সদর উপজেলা ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের সুলতান মৃধার ছেলে। তার বিরুদ্ধে এর আগেও মাদক নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, জুয়েল মৃধা ১ হাজার পিচ ইয়াবার চালান নিয়ে বাড়িতে যাচ্ছেন। সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ১১৫০ পিচ ইয়াবা সহ জুয়েল মৃধাকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে। পুলিশের সুপার স্যারের নির্দেশে আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত জুয়েল মৃধার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে ডিবি সূত্রে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...