বিজ্ঞাপন
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ডের দাম ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৪ হাজার ৭৮ ডলারে উঠেছে। যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির জন্য গোল্ড ফিউচারস ২.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩ ডলারে।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন এবং নভেম্বরের ১ তারিখ থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যারের নতুন রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণা দেন। এটি চীনের সাম্প্রতিক বাণিজ্য পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়।
তবে রোববার চীনা কর্তৃপক্ষ বিষয়টিকে ‘যৌক্তিক’ হিসেবে স্বীকৃতি দিলেও, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেনি।
ক্যাপিটাল ডট কমের বিশ্লেষক কাইল রড্ডা বলেন, “সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো স্বর্ণবাজারে সীমিত প্রভাব ফেলেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র-চীনের নতুন বাণিজ্য উত্তেজনা বিনিয়োগকারীদের ঝুঁকি কমানোর কৌশল হিসেবে স্বর্ণের দিকে টানছে।”
স্পট রুপার দামও ২.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৫১ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ চাহিদা ও বাজারের সংকীর্ণতার কারণে রুপার দামও স্বর্ণের মতো উর্ধ্বমুখী।
গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, মধ্যমেয়াদে রুপার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বল্পমেয়াদে এর ওঠানামা ও ঝুঁকি স্বর্ণের তুলনায় বেশি থাকবে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৫৩ শতাংশ। এর পেছনে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী গোল্ড ক্রয়, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধি, ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা এবং শুল্কসংক্রান্ত অর্থনৈতিক উদ্বেগ বড় ভূমিকা রেখেছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, অক্টোবর মাসে ফেড ২৫ বেসিস পয়েন্ট এবং ডিসেম্বরেও সমপরিমাণ সুদের হার হ্রাস করতে পারে। ফেড চেয়ার জেরোম পাওয়েল মঙ্গলবার (১৪ অক্টোবর) ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিকস (এনএবিই)-এর বার্ষিক সভায় ভাষণ দেবেন, যেখানে নতুন নীতিগত ইঙ্গিত আসতে পারে। সপ্তাহজুড়ে অন্যান্য ফেড কর্মকর্তারাও বক্তব্য রাখবেন।
অন্যদিকে, চলমান সরকারি শাটডাউনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউনের কারণে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশেও দেরি হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া প্ল্যাটিনামের দাম ২.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৫ দশমিক ৩৫ ডলার এবং পেলাডিয়ামের দাম ৩.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ৪৫২ দশমিক ৫০ ডলার প্রতি আউন্স।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...