Logo Logo

গাজীপুরে ভেজাল কসমেটিকস কারখানায় বিএসটিআইয়ের অভিযান, প্রতিষ্ঠান সিলগালা


Splash Image

গাজীপুরে ভেজাল ও মানহীন প্রসাধনী তৈরির অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে কসমেটিকস কারখানা সিলগালা করেছে। সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কুমুন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযানে দেখা যায়, রেনেসাঁ কনসেপ্ট বাংলাদেশ লিমিটেড নামের প্রতিষ্ঠানটি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের কসমেটিকস পণ্য তৈরি করছিল। এসব পণ্যের কোনো ল্যাব টেস্ট বা মান যাচাইয়ের সনদ ছিল না। অস্বাস্থ্যকর পরিবেশে সম্পূর্ণ হাতে মিশিয়ে রাসায়নিক উপাদান ব্যবহার করে পণ্যগুলো তৈরি করা হচ্ছিল।

বিএসটিআই গাজীপুরের উপপরিচালক এস এম তালাত মাহমুদ জানান, প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদন ও প্যাকেজিং প্রক্রিয়ায় কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছিল না। অনেক পণ্য মোড়কবিহীন অবস্থায় মজুত ছিল। গুণগত মান নিশ্চিত করতে কারখানাটির ল্যাব সিলগালা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে ক্ষতিকারক উপাদান পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অভিযান শেষে আজ(১৪ অক্টোবর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভীন কারখানাটি পরিদর্শন করেন।

বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে অবৈধ ও মানহীন কসমেটিকস উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...