বিজ্ঞাপন
রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো শ্রমিকদের মৃত্যুকে নিছক দুর্ঘটনা নয়, বরং এক প্রকার ‘হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন প্রখ্যাত ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। বুধবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিশ্চয় মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতরা স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেয়নি! তাহলে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পেছনে নিশ্চয় কারো না কারো ত্রুটি কিংবা দায় আছে।”
তিনি আরও লেখেন, “প্রতিটি দুর্ঘটনার পর (পড়ুন হত্যাকাণ্ড) আমরা নিহতের পরিবারকে সামান্য কিছু টাকা ধরিয়ে দিই এবং তদন্তের নামে তামাশা করি।”
শায়খ আহমাদুল্লাহ প্রশ্ন তোলেন— “কবে আমরা দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে উপযুক্ত বিচার নিশ্চিত করতে পারব? কবে নিহতের পরিবার সত্যিকারের ক্ষতিপূরণ পাবে? প্রচলিত সিস্টেম কি আদৌ সে নিশ্চয়তা দিতে পারবে?”
তিনি মনে করেন, দেশে শ্রমিকদের জীবন এখনো সস্তা। তাদের মৃত্যু সমাজ বা মিডিয়াকে তেমনভাবে আলোড়িত করে না। তিনি বলেন, “মিরপুরের এই ঘটনা যতটা আলোচিত হওয়ার কথা ছিল, তার সিকিভাগও গণমাধ্যমে কাভারেজ পায়নি। শ্রমিকের জীবনের মূল্য আমাদের কাছে এতটাই সস্তা যে তাদের মৃত্যু আমাদের বিবেককে জাগিয়ে তোলে না।”
জনমনে এখন প্রশ্ন উঠেছে— দেশের কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...