Logo Logo

সুনামগঞ্জে শিশির মনিরের গাড়িবহরে হামলা: বিএনপির বিরুদ্ধে অভিযোগ


Splash Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ চরমে পৌঁছাচ্ছে। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের প্রচার গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় সংঘটিত এই হামলায় প্রচার গাড়িটির ব্যাপক ক্ষতি হয় এবং সেলিম ও জয় নামে প্রার্থীর দুই কর্মী আহত হন। এ ঘটনার জের ধরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্র ও দলীয় কর্মীদের ভাষ্যমতে, জামায়াত মনোনীত প্রার্থী শিশির মনিরের সমর্থনে একটি সুসজ্জিত হাইস গাড়িতে এলইডি স্ক্রিন ও প্রজেক্টর বসিয়ে দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িটি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধলবাজারে পৌঁছালে সেখানে বিএনপি প্রার্থীর সমর্থকদের একটি মিছিলের মুখোমুখি হয়। উত্তেজনা এড়াতে জামায়াত কর্মীরা প্রজেক্টরের শব্দ কমিয়ে দেন, কিন্তু মিছিল থেকে কয়েকজন কর্মী তাদের এলাকা ত্যাগের নির্দেশ দেন। পরবর্তীতে প্রচার গাড়িটি দিরাই সদর অভিমুখে ফেরার পথে কাদিরপুর এলাকায় পৌঁছালে চারটি মোটরসাইকেলে আসা একদল যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে গাড়ির সামনের কাচ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং গাড়িতে থাকা কর্মীরা জখম হন।

এই ন্যাক্কারজনক হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি অভিযোগ করে বলেন, “বিএনপির লোকজন পরিকল্পিতভাবে আমার প্রচার গাড়িতে হামলা চালিয়েছে। এতে আমাদের দুইজন কর্মী আহত হয়েছেন। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেই তারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।” হামলার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দিরাই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

তবে হামলার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী। তিনি বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। আমি সারাদিন ওই এলাকাতেই ছিলাম, এমন কোনো ঘটনাই ঘটেনি। এটি রাজনৈতিক ফায়দা লোটার জন্য সাজানো নাটক হতে পারে।” উল্লেখ্য, আসন্ন নির্বাচনে এই আসনে জামায়াতের শিশির মনির ছাড়াও বিএনপির মো. নাছির চৌধুরী এবং কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে এমন সহিংসতা সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক তৈরি করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...