Logo Logo

বাকৃবিতে শিবিরের উদ্যোগে বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস


Splash Image

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে নিজস্ব উদ্যোগে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।


বিজ্ঞাপন


আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিতব্য বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিন মোট চারটি বাস সার্ভিস পরিচালনা করা হবে। সংগঠন সূত্রে জানা যায়, পরীক্ষার্থীরা যেন নিরাপদে ও সময়মতো নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, বাসগুলো সকাল ৮টা ০৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড এলাকা থেকে ছাড়বে এবং নির্ধারিত পাঁচ মিনিটের মধ্যেই (সকাল ৮টা ১০ মিনিটে) গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। এ কারণে পরীক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাস সার্ভিসের নির্ধারিত রুট ও সংখ্যা অনুযায়ী, ক্যাম্পাস থেকে টাউনহল রুটে দুইটি বাস চলাচল করবে। ক্যাম্পাস থেকে বাইপাস হয়ে চরপাড়া রুটে একটি বাস এবং ক্যাম্পাস থেকে ক্যান্টনমেন্ট রুটে আরও একটি বাস পরিচালিত হবে।

এছাড়া নারী পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রতিটি বাসের প্রথম চারটি সারি নারী পরীক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বোহা বলেন, বিসিএসের মতো গুরুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মানসিক চাপ ও যাতায়াতজনিত ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সেই চিন্তা থেকেই স্বতন্ত্রভাবে এই বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাই তাদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের প্রতিটি ধাপে পাশে থাকা আমাদের দায়িত্ব।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার রক্ষায় এ ধরনের সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...