বিজ্ঞাপন
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শপথবাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ১১টা ৩০ মিনিটে পিএইচ ভবনে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান বলেন, চেষ্টা ও আগ্রহ থাকলে কঠিন পথও অতিক্রম করা সম্ভব। সাফল্যের মূল চাবিকাঠি হলো ভালোবাসা ও কঠোর পরিশ্রম। পড়াশোনার উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, প্রকৃত মানুষ হওয়া এবং নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হওয়া।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনেই মানুষ নিজের দুর্বলতা উপলব্ধি করে এবং আত্মশ্রমের মাধ্যমে তা অতিক্রম করার সুযোগ পায়। এ ক্ষেত্রে নৈতিকতা চর্চা, ধর্মীয় মূল্যবোধ ধারণ এবং অভিভাবকদের কথা মানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিচারণ করে বলেন, বিশ্ববিদ্যালয় সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে। গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি—উভয় ধারার শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতা পায়। এখানে শিক্ষার মান উন্নত এবং শিক্ষক–শিক্ষার্থী সম্পর্ক আন্তরিক। শিক্ষার্থীরা কোনো আগাম অনুমতি ছাড়াই শিক্ষকদের কাছে যেতে পারে।
তিনি বলেন, নবাগত শিক্ষার্থীরা এখানে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে। প্রশাসন শিক্ষার্থীবান্ধব এবং র্যাগিংয়ের মতো অপসংস্কৃতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। পড়াশোনার পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজেদের পছন্দ ও সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যৎ গড়ে নেওয়ার কথাও উল্লেখ করেন।
ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ফারজানা আক্তার সুমাইয়া বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটি নেতৃত্ব ও দায়িত্ববোধ তৈরি করে। গণ বিশ্ববিদ্যালয়ে নিজেকে গড়ে তোলার পরিবেশ রয়েছে। সিনিয়রদের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিকতায় ক্যাম্পাসটি শিক্ষার্থীবান্ধব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...