Logo Logo

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ


Splash Image

শেরপুরে জামায়াতে ইসলামীর নেতাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন ছাত্রসংগঠন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন শাণিত স্লোগানে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকা মুখরিত করে তোলেন। এ সময় তারা ‘প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টার প্ল্যান’, ‘আবু সাইদ, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’, ‘চাঁদাবাজের কালো হাত গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই শহীদ কেন, খুনি তারেক জবাব দে’ এবং ‘তারেক তোমার অনেক গুণ, আমার ভাইয়ের করো খুন’—ইত্যাদি স্লোগান দিয়ে জামায়াত নেতা হত্যার তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম বলেন, “শেরপুরে যে হত্যাকাণ্ড ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। একদিকে তারা সুশাসনের ফাঁপা বুলি আউড়াচ্ছে, অন্যদিকে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। তারা বলছে ‘আই হ্যাভ এ প্ল্যান’, কিন্তু বাস্তবে তারা মানুষ খুনের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই—বাংলাদেশে সব ধরনের হত্যার রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে।”

জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ বেলাল বিএনপির সমালোচনা করে বলেন, “৫ আগস্টের পর আমরা বিএনপিকে সবচেয়ে মজলুম মনে করেছিলাম এবং প্রত্যাশা করেছিলাম তাদের হাত ধরে একটি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তারেক রহমান কী প্ল্যান নিয়ে আসছেন তা আমরা জানি না, তবে যদি সেই প্ল্যান মানুষ খুনের হয়, তাহলে সেই পথ থেকে সরে আসুন।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “৫ আগস্ট আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম। আবারও যদি রাজপথে নামতে বাধ্য হই, তবে আপনাদের অবস্থান হবে লন্ডনে।”

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে রাজনৈতিক সহিংসতা ও খুনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...