Logo Logo

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


Splash Image

ফরিদপুর সদর উপজেলার হারোকান্দী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে হারোকান্দী এলাকায় মাদক কেনাবেচা চলছে। এই তথ্যের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত ওই এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে মাদকসহ হাতেনাতে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— তানভীর (৩২), মো. হৃদয় (২৬) এবং মো. শাওন শেখ (২১)। তারা সকলেই সদর উপজেলার হারোকান্দী এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করার পাশাপাশি আসামিদের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে আটককৃত আসামিদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জেলায় মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...