Logo Logo

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১


Splash Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের এক সফল যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


সেনাবাহিনী সূত্র জানায়, গতকাল বুধবার (২৮ জানুয়ারি) রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মাহবুবুর রহমান সজীব (৩১) নামে এক যুবককে আটক করা হয়। সজীব বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকারই স্থায়ী বাসিন্দা। তল্লাশিকালে তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত আসামি সজীব এবং উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ রাতেই বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সেনা সূত্র আরও উল্লেখ করেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...