Logo Logo

নোয়াখালীতে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের ঢল


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে কবিরহাটে নারীদের অংশগ্রহণে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের পদুয়া মিয়ার দরজায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার প্রায় দুই হাজার নারী ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচিগুলো তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন করা হবে। এছাড়া ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে এবং আলেম সমাজের কল্যাণে সরকারি ব্যবস্থাপনায় ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক বেতন-ভাতা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, অতীতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগলেও বিএনপি সরকার গঠন করলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে।

সভাপতির বক্তব্যে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে নারীদের ভূমিকা অপরিসীম। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা নির্বাচনের দিন ভোরে ফজরের নামাজ আদায় করেই দলবেঁধে ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের মূল্যবান আমানত ধানের শীষ প্রতীকে প্রদান করবেন।”

বৈঠকে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, ফোরকান-ই আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান হেলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, সমাজসেবক গোলাম রাব্বানি বাহার মিয়া, নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ প্রমুখ।

উঠান বৈঠকে উপস্থিত নারীদের মাঝে বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারের লিফলেট বিতরণ করা হয় এবং নির্বাচনী আমেজে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...