Logo Logo

গোবিপ্রবিতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোভোল্ট (কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ কাজ শুরু হয়েছে।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সাবস্টেশনে এই সঞ্চালন লাইন নির্মাণকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্টার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম এবং প্রকৌশল দপ্তরের অন্যান্য কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর জানায়, একাডেমিক কার্যক্রমের সম্প্রসারণ এবং গ্রীষ্মকালে তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ চাহিদা বৈদ্যুতিক উপ-কেন্দ্রের সক্ষমতার তুলনায় বেড়ে গেছে। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতি তাদের চলমান প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন পর্যন্ত ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করবে।

নতুন এই লাইন নির্মাণ কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফলে অভ্যন্তরীণ লোডশেডিং এড়ানো সম্ভব হবে, বিদ্যুৎ সংক্রান্ত যন্ত্রপাতি ক্ষতির সম্মুখীন হবে না এবং ক্যাম্পাসে আলোক স্বল্পতা দূর হবে। এছাড়া ছোট ছোট ট্রান্সফরমারের মাধ্যমে জোনভিত্তিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হলেও পুরো ক্যাম্পাসে একসঙ্গে বিভ্রাট না ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...