Logo Logo

ফরিদপুরে নকল পণ্য তৈরির কারখানায় পুলিশের হানা, বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী জব্দ


Splash Image

ফরিদপুর শহরের আলীপুর এলাকায় একটি নকল ও ভেজাল পণ্য উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে মো. শাহীনুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় কারখানাটি সিলগালা করার পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে আলীপুর এলাকার একটি গোডাউনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। তথ্যের সত্যতা যাচাই করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানকালে কারখানার ভেতর থেকে নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি সিগারেট, ভেজাল গুঁড়া মসলা, ক্ষতিকর রাসায়নিকযুক্ত মশার কয়েল এবং নামী ব্র্যান্ডের মোড়কে প্যাকেটজাত নকল চা পাতা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই গোডাউনে ভেজাল পণ্য তৈরি ও মোড়কজাত করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযানে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, আটক শাহীনুরের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব পণ্য ফরিদপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন বাজারে সরবরাহ করা হতো।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম কারখানার গোডাউনটি সিলগালা করে দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে সাধারণ ভোক্তাদের সচেতন থাকার এবং কোনো সন্দেহজনক পণ্যের সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...