বিজ্ঞাপন
সকালে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ এবং রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুশৃঙ্খল কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।
দিনব্যাপী এই আয়োজনে মোট ১৮টি ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দৌড়, দীর্ঘ লাফসহ বিভিন্ন ঐতিহ্যবাহী ও আনন্দদায়ক খেলাধুলার পাশাপাশি অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক খেলার বিশেষ আয়োজন ছিল, যা পুরো অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রকৌশলী সৈয়দ মো. আশরাফ, ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আল সিদ্দিকী, ফরিদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মজিদ খান।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন বিশ্বাস, এ কে আজাদ, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, আনোয়ারা বেগম, ফাতেমা বেগম এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাপসী দাসসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল ও দোলা সাহা। প্রতিযোগিতার সমাপনী পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাপসী দাসসহ সকল শিক্ষক-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...