Logo Logo

বিএনপির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, চাটখিলে জামায়াতের পাল্টা সংবাদ সম্মেলন


Splash Image

গত ২৭ জানুয়ারি চাটখিল উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাটখিল উপজেলা শাখা।


বিজ্ঞাপন


বুধবার (২৮ জানুয়ারি) চাটখিলে আয়োজিত এক পাল্টা সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক একটি আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে চাটখিল উপজেলা বিএনপি কাল্পনিক তথ্য উপস্থাপন করে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তারা স্পষ্ট করে জানান, চাটখিলে জামায়াত বা এর কোনো অঙ্গসংগঠনের নেতা-কর্মী ভোটার আইডি কার্ড সংগ্রহ, বোরকা পরিহিত হয়ে গোপনে বাড়িতে প্রবেশ কিংবা অস্ত্র বা বুলেট সংক্রান্ত কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত নয়। বিএনপির উত্থাপিত এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।

জামায়াত নেতারা অভিযোগ করেন, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা আরশাদ উল্যা নাঈম বুলেটসহ আটক হওয়ার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেদের দায় এড়ানোর লক্ষ্যেই একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে জামায়াতকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। প্রশাসনের অভিযানে উদ্ধারকৃত কোনো নিদর্শনের সঙ্গেই জামায়াতে ইসলামীর বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিএনপি বারবার "বোরকা পরিহিত মহিলার" গল্প সাজিয়ে জামায়াতকে অভিযুক্ত করার যে চেষ্টা করছে, তা অশোভন। বোরকা মুসলিম নারীদের ধর্মীয় পোশাক; এই পোশাককে অপরাধের সঙ্গে যুক্ত করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।

জামায়াতে ইসলামী অভিযোগ করে যে, উপজেলা বিএনপি শুধু অপপ্রচারই চালাচ্ছে না, বরং তাদের নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে পর্দানশীল মা-বোনদের সাংগঠনিক ও নির্বাচনী কর্মকাণ্ডে বাধা প্রদান করেছে। ২০২৫ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত চাটখিলের নোয়াখলা, খিলপাড়া, রামনারায়ণপুর ইউনিয়ন ও পৌর এলাকায় একাধিক হামলা, বাধা ও গালাগালির ঘটনা ঘটেছে বলে তারা উল্লেখ করেন। তারা জানান, এসব ক্ষেত্রে জামায়াত সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে প্রশাসনকে অবহিত করে আসছে।

নেতৃবৃন্দ মনে করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যৌথ বাহিনীর অভিযান সময়োপযোগী। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। তারা যেকোনো সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন।

চাটখিল পৌরসভা আমির মাওলানা মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ এবং চাটখিল পৌরসভা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. তাওহীদুল ইসলাম।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...