বিজ্ঞাপন
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে একটি সুশিক্ষিত সরকার গঠিত হবে, যারা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মেজর হাফিজ আওয়ামী লীগের বিগত ১৬ বছরের শাসনকালকে 'দুঃস্বপ্নের সময়' হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগ ভারতের পদানত হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। বর্তমানে ভারতে অবস্থান করে তারা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তবে আগামী নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের এই অপতৎপরতার যোগ্য জবাব দেবে।"
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সদস্য মো. মোশাররফ হোসেন মতিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধির লক্ষে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...