Logo Logo

সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার


Splash Image

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার বলেছেন, আমরা সন্তানদের জন্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব কালিয়া গড়তে চাই।


বিজ্ঞাপন


বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় কালিয়া বাসস্ট্যান্ড মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ যদি তাদেরকে দেশের সেবা করার সুযোগ দেয়, তাহলে কালিয়ায় একটি অনার্স পর্যায়ের কলেজ নির্মাণ করা হবে। পাশাপাশি ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক নাগরিক ও ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, কালিয়া উপজেলাকে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

জনসভায় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ, কালিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি আলমগীর হোসাইনসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীই একমাত্র বিকল্প। জনসভায় জামায়াত ও জোটভুক্ত দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জনসভাটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...