Logo Logo

বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে ৬২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬২তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬-এর জমকালো উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও মাঠ প্যারেড অনুষ্ঠিত হয়। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম এবং জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে রুমানা আফরোজ বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সুস্বাস্থ্যের অধিকারী না হলে মেধাবী নাগরিক হওয়া সম্ভব নয়। তাই প্রতিটি অভিভাবককে উচিত সন্তানদের খেলাধুলা ও সৃজনশীল কাজে উৎসাহিত করা।”

দুই দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ইভেন্টে ছাত্রীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আগামীকাল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...