Logo Logo

নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


Splash Image

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে এসে তাসমীন আক্তার মিম (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত তাসমীন আক্তার মিম (ডাকনাম চাঁদনী) সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী এবং নগরকান্দার শংকরপাশা গ্রামের কাদের কাজীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার মিম তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে পরিবারের সবার সঙ্গে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজের কক্ষে ঘুমান। তবে বুধবার গভীর রাতের কোনো এক সময় তিনি ঘরের দক্ষিণ পাশের বারান্দার কাঠের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

ভোর আনুমানিক ৪টার দিকে মিমের মা সুফিয়া বেগম ঘুম থেকে উঠে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে মিমকে দ্রুত নিচে নামান। তাৎক্ষণিকভাবে তাঁকে স্থানীয় শংকরপাশা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নগরকান্দা থানার এসআই মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। কী কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নগরকান্দা থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...