Logo Logo

টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহৃত


Splash Image

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্ম্য থামছেই না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। অপহৃতরা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।


বিজ্ঞাপন


অপহৃত কৃষকরা হলেন- ১. মোহাম্মদ জমির (৩২) ২. শফি আলম (১৩) ৩. মোহাম্মদ আলম প্রকাশ মাহাত আলম (১৮) ৪. জাহিদ হোসেন প্রকাশ মুন্না (৩০) ৫. মোজাহের (৬০) ৬. মোস্তাক (১২)

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ পাহাড় থেকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নেমে এসে তাদের ঘেরাও করে। কৃষকরা কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে গভীর পাহাড়ের দিকে নিয়ে যায়।

অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন আতঙ্কিত কণ্ঠে বলেন, “আমার ছেলে প্রতিদিনের মতো আজকেও মাঠে দিনমজুরের কাজ করতে গিয়েছিল। হঠাৎ খবর পেলাম পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা এখন চরম উদ্বেগের মধ্যে আছি, জানি না তারা কোথায় আছে বা কেমন আছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান, মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষককে অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় হয়েছে। অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধারের লক্ষ্যে পাহাড়ের বিভিন্ন পয়েন্টে তল্লাশি ও বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

উল্লেখ্য, টেকনাফের এই পাহাড়ি এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রতিবেদক- মোহাম্মদ শাজাহান, কক্সবাজার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...