Logo Logo

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ


Splash Image

গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন গভীর রাতে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ও কাশালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই বিষয়ে প্রতিকার চেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রার্থীর পক্ষ।

স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল বর্তমানে রাজনৈতিক একটি মামলায় কারাগারে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে নির্বাচনী প্রচারণার হাল ধরেছেন তাঁর ছেলে এসএসসি পরীক্ষার্থী খায়রুল আলম সায়াদ।

সায়াদ অভিযোগ করে বলেন, “বাবার অনুপস্থিতিতে আমি প্রচারণা চালাচ্ছি। আমাদের পক্ষে গণজোয়ার দেখে প্রতিহিংসাবশত দুর্বৃত্তরা গভীর রাতে কাশালিয়া সড়ক ও মহেশতলী এলাকায় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এটি নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, আগের দিন সন্ধ্যা পর্যন্ত ব্যানারগুলো ঠিকঠাক থাকলেও সকালে সেগুলো ছিন্নভিন্ন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

এক বাসিন্দা মন্তব্য করেন, “নির্বাচনী প্রচারণা সবার মৌলিক অধিকার। ব্যানার ছিঁড়ে জনগণের মন থেকে কাউকে মুছে ফেলা সম্ভব নয়।”

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির সংবাদমাধ্যমকে জানান, “স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচনী অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো তদন্তের জন্য জেলা ও দায়রা জজ একটি ‘ইনকোয়ারি কমিটি’ গঠন করেছেন। আমরা অভিযোগটি সেই কমিটির কাছে পাঠিয়ে দিচ্ছি। তদন্তের পরই প্রকৃত দোষীদের শনাক্ত করা সম্ভব হবে।”

তিনি আরও যোগ করেন, রাতের অন্ধকারে কে বা কারা এই কাজ করেছে তা এখনো অস্পষ্ট। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...