বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে উপজেলার নিলফা বাজার সংলগ্ন মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করা হয়।
টুঙ্গিপাড়া সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী নিলফা বাজার এলাকায় যানবাহন তল্লাশি কার্যক্রম শুরু করে। চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ সকল প্রকার যানবাহন নিবিড়ভাবে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় বাসের যাত্রী কাওসারের হেফাজতে থাকা ব্যাগ থেকে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক মোঃ কাওসার পিরোজপুর সদর উপজেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কাওসার স্বীকার করেছে যে, সে ঢাকার গুলিস্তান এলাকা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা বহন করে পিরোজপুর জেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
চেকপোস্টে প্রাথমিক ও বিশদ জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গোপালগঞ্জ জেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনীর এই ধরনের চেকপোস্ট, টহল ও তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকদ্রব্যের চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...