Logo Logo

কোটালীপাড়ায় গণঅধিকার পরিষদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার হিরণ ইউনিয়নে গণঅধিকার পরিষদের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে এই জনসভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব শাজাহান দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মনোনীত গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল বসার দাড়িয়া। তিনি তার বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন ও বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে আগামী নির্বাচনে তার নির্বাচনী প্রতীক ‘ট্রাক’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. আলী তোহা এবং গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল দাড়িয়া। তারা বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা অপু মুন্সী, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার সদস্য সচিব সাইদুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক সর্বেশ্বর মন্ডলসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্বাচনী এই জনসভায় হিরণ ইউনিয়ন ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বৈষম্যহীন সমাজ গঠন ও নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

প্রতিবেদক- মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...