বিজ্ঞাপন
দলটির দাবি, বুধবার (২৮ জানুয়ারি) সকালে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকরা এই হামলা চালায়।
এ ঘটনায় বুধবার দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা কামাল উদ্দিনের কন্যা মারিয়া কামাল।
সংবাদ সম্মেলনে মারিয়া কামাল অভিযোগ করেন, সকালে তিনি তার দুই ভাই ফয়সাল আহমেদ ও তাহজিব এবং সাত-আটজন নারী কর্মীকে নিয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ‘হাতপাখা’ প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় জামায়াত সমর্থিত প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিনের নেতৃত্বে একদল লোক তাদের প্রচারণায় বাধা দেয়।
মারিয়া কামাল বলেন, “তারা আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দেয়। একপর্যায়ে বাগ্বিতণ্ডা শুরু হলে তারা আমাদের ওপর শারীরিক হামলা চালায়। হামলায় অন্তত তিনজন নারী কর্মী আহত হয়েছেন। এমনকি আমার ভাইদেরও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।”
ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও স্বজনরা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, “হামলার বিষয়টি মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে। আমরা ভুক্তভোগীদের একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। লিখিত আবেদন পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নির্বাচনের আগমুহূর্তে প্রচারণায় এমন হামলার ঘটনায় চরফ্যাশন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শান্তি ও শৃঙ্খলার স্বার্থে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...