বিজ্ঞাপন
তিনি বলেন, যারা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, ১১ দলীয় জোট তাদের কালো হাত ভেঙে দিতে প্রস্তুত। মা-বোনদের ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করতে গণভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) সরাইল উপজেলায় অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী পথযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফখরে বাঙাল হযরত মাওলানা তাজুল ইসলাম (রহঃ) ও মুফতি নুরুল্লাহ (রহঃ)-এর কবর জিয়ারত করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. আতাউল্লাহর সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ আজ আদালতে ন্যায়বিচার চায়, দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থপাচার বন্ধ দেখতে চায়। যারা চাঁদা না দিয়ে ব্যবসা করতে চান এবং কষ্টে উপার্জিত অর্থ অন্যের হাতে তুলে দিতে চান না—তাদের সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করে বলেন, “যে শাসকের আমলে আমাদের সন্তানদের রক্ত ঝরেছে, সেই স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তি যদি কেউ না চায়, তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। ঘুষ ছাড়া চাকরি, মামা ছাড়া নিয়োগ, ব্যাংকে রাখা আমানতের নিরাপত্তা এবং লুটের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”
নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি দলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালাচ্ছে। দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা ধৈর্য ধরেছেন। তবে কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে কেন্দ্র দখল করে আগের তিনটি নির্বাচনের মতো ক্ষমতায় আসতে চায়, তাহলে ১১ দলীয় ঐক্য জোট জনগণকে সঙ্গে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
পথযাত্রাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরাইল উপজেলা শাখার আমীর মাওলানা মো. এনাম খাঁ-এর সভাপতিত্বে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ, বিজয়নগর একাংশ) আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা কুতুব উদ্দিন, ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি, এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান সমন্বয়কারী আজিজুল হক লিটন, বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী সভাপতি মাওলানা মাঈনুল খন্দকার, কেন্দ্রীয় খেলাফত মজলিসের দায়িত্বশীল আবুল ফাতাহ মো. মাশুক (ভোট্টু), এনসিপি সরাইল উপজেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মোবারক হোসাইন, খেলাফত মজলিস সরাইল উপজেলা সভাপতি মুফতি কেফায়েতুল্লাহ আল-মাহদী এবং খেলাফত মজলিস সরাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আলী প্রমুখ। এ সময় ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...