Logo Logo

চাটখিলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে প্রচন্ড বেত্রাঘাতের অভিযোগ


Splash Image

ভুক্তভোগী শিক্ষার্থী আবিহা নুসাইবা আরশী।

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলামের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নির্মমভাবে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীর নাম আবিহা নুসাইবা আরশী।


বিজ্ঞাপন


এই ঘটনায় প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা জান্নাতুল ফেরদৌস।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌসের মেয়ে আরশী ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির 'খ' শাখার শিক্ষার্থী (রোল নং ২৪৭)। গত বুধবার (২৮ জানুয়ারি) প্রধান শিক্ষক ফখরুল ইসলাম কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই আরশীকে প্রচণ্ড বেত্রাঘাত করেন। এতে আরশী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছে এবং তার শরীরে বেত্রাঘাতের জখম বিদ্যমান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীকে পেটানোর বিষয়ে জানতে চাইলে বদলকোট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি। তিনি সাংবাদিকদের বলেন, “অভিযোগের তদন্ত শুরু হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”

এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুল পর্যায়ে শারীরিক শাস্তি নিষিদ্ধ থাকলেও প্রধান শিক্ষকের এমন আচরণের খবরে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...