বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সিলেট মহানগরীর তারাপুর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে জালালাবাদ থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তিনি অবস্থান করছেন নিশ্চিত হয়ে পুলিশ এই ঝটিকা অভিযান পরিচালনা করে।
জালালাবাদ থানা পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলায় (মামলা নং ০৬/২৪ইং) আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় নথিপত্রসহ সিলেটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং একাধিকবার ছাতক পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে ছাতক ও সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রমতে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার এই গ্রেফতার নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ও কৌতূহল বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...