Logo Logo

বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া


Splash Image

বঙ্গোপসাগরের জলরাশিতে বড় ধরনের যৌথ নৌ-মহড়ার প্রস্তুতি নিচ্ছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারি মাসে ‘মিলান ২০২৬ নাভাল এক্সারসাইজ’ (MILAN 2026 Naval Exercise) শীর্ষক এই সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।


বিজ্ঞাপন


রুশ নৌবাহিনীর নিয়ন্ত্রক সংস্থা 'রাশিয়ান মেরিটাইম বোর্ড'-এর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, এই মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট থেকে শক্তিশালী ফ্রিগেট 'মার্শাল শাপোশনিকভ' (Marshal Shaposhnikov) সহ বেশ কিছু যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মার্শাল শাপোশনিকভ একটি অত্যন্ত আধুনিক ও সুসজ্জিত রণতরী, যা একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। সচরাচর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক টহলে এই জাহাজটি ব্যবহার করে থাকে রুশ নৌবাহিনী।

রাশিয়ান মেরিটাইম বোর্ডের বিবৃতি অনুযায়ী, বুধবার (২৮ জানুয়ারি) মার্শাল শাপোশনিকভ ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে। বঙ্গোপসাগরে নির্ধারিত মহড়া সম্পন্ন করার পর রণতরীটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম বন্দরের দিকে যাত্রা করবে। আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে জাহাজটি সেখানে নোঙর করবে বলে আশা করা হচ্ছে।

বঙ্গোপসাগরে এই বিশাল সামরিক মহড়ার বিষয়টি ভারত তিন মাস আগেই নিশ্চিত করেছিল। ২০২৫ সালের অক্টোবরে ভারতের নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন আনুষ্ঠানিকভাবে এই মহড়ার ঘোষণা দিয়েছিলেন। দক্ষিণ এশীয় জলসীমায় কৌশলগত নিরাপত্তা জোরদার এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন।

২০২৬ সালের এই মহড়াটি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...