বিজ্ঞাপন
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনে উপাচার্য ও উপ-উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা ৪টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন: ১. কাঙ্ক্ষিত বাজেট বরাদ্দ নিশ্চিতে ব্যর্থতা। ২. ক্যাম্পাস নিরাপত্তায় অবিলম্বে পুলিশ বক্স স্থাপন। ৩. শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রতা। ৪. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং আইডি কার্ডের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা।
প্রতিবাদ সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন গোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব বলেন, “দীর্ঘদিন ধরে প্রশাসন আমাদের শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। পূর্বের প্রশাসনের মতো বর্তমান প্রশাসনও শিক্ষার্থীদের সামনে ‘আশ্বাসের মুলা’ ঝুলিয়ে রাখছে। আমরা এই মুলা নিতে নিতে ক্লান্ত, তাই আজ প্রতীকীভাবে সেই মুলাই প্রশাসনকে ফিরিয়ে দিতে এসেছি। আশা করি এবার তাদের টনক নড়বে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের দাওয়াহ সম্পাদক মো. সোহেল রানা, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল আলম অলি এবং কার্যনির্বাহী সদস্য মো. ইব্রাহিমসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীদের এই অভিনব প্রতিবাদের বিষয়ে উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের কিছু সমস্যা নিয়ে এই প্রতিবাদ জানিয়েছে। তবে বাজেট বরাদ্দ আমাদের হাতে থাকে না, এটি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। তবুও এ বছর বাজেট আগের চেয়ে কয়েক কোটি টাকা বেড়েছে।”
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য ইউজিসিতে পাঠানো হয়েছে। এছাড়া ক্যাম্পাসে পুলিশ বক্স স্থাপনের বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা চলছে এবং নিজস্ব ব্যবস্থাপনায় আইডি কার্ড প্রিন্ট করে এর খরচ আরও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...