বিজ্ঞাপন
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় রিপোর্টার্স ক্লাব চত্বরে জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় রিপোর্টার্স ক্লাবের ভূমিকার প্রশংসা করেন এবং গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আরিফ সিকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোফরান পলাশ, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু প্রমুখ।
রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লার সঞ্চালনায় আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক পর্বটি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই কলাপাড়া রিপোর্টার্স ক্লাব অত্র অঞ্চলের মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কথা বলে আসছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...