বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মধুখালী থানাধীন নওপাড়া বাজার ও খোকার মোড় এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত লিপি খাতুন খোকসার হাট এলাকার মৃত আফজাল শেখের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে লিপি খাতুন মোটরসাইকেল যোগে নওপাড়া থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। নওপাড়া বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে তিনি চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে হঠাৎ সড়কে ছিটকে পড়েন।
ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ড্রাম ট্রাক তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, এ ঘটনায় ঘাতক ট্রাকটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, একই দিন দুপুর আনুমানিক ১টার দিকে মধুখালী থানা রোডের খোকার মোড় এলাকায় অপর এক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
মধুখালী থানা পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনাসমূহ রোধে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...