Logo Logo

ছাতকে হাঁস পালন নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক


Splash Image

সুনামগঞ্জের ছাতক উপজেলায় হাঁস পালনকে কেন্দ্র করে মঈনপুর ও আলমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আলমপুর হাওর এলাকায় কয়েক শতাধিক গ্রামবাসীর এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতরসহ বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমপুর হাওরে হাঁস চড়ানো ও রাখা নিয়ে মঈনপুর এবং আলমপুর গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে হাঁস চরানো নিয়ে পুনরায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় গ্রাম থেকে কয়েক শতাধিক মানুষ দেশীয় অস্ত্র, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে হাওরে নেমে পড়লে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে সাধারণ মানুষ দিকবিদিক ছুটতে শুরু করে।

সংঘর্ষে উভয় পক্ষের বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহত আকিক নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ছাতকের কৈতক হাসপাতালসহ আশপাশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কয়েক শতাধিক মানুষের উত্তেজনা সামাল দিতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। বর্তমানে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। সংঘর্ষের বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে মঈনপুর ও আলমপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...