Logo Logo

শেরপুর-৩ আসনে নির্বাচনি ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ


Splash Image

শেরপুর-৩ আসনে নির্বাচনি ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৮০ থেকে ৯০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


বিজ্ঞাপন


বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানস্থলে চেয়ারে বসার স্থান নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতর্ক শুরু হয়। পরে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এবং এতে চেয়ার নিক্ষেপ ভাঙ্গাভাঙ্গি করে সংঘর্ষে উভয় পক্ষের নেতাকর্মীরা আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

একই দিনে শেরপুর-২ আসনে নকলায় জামায়াত এমপি প্রার্থীর উঠান বৈঠকের প্যান্ডেল খুলে নিয়ে উঠোন বৈঠক না করার হুমকি দেন বিএনপি নেতা। নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ পাড়া ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি, দাড়িপাল্লার এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির নির্বাচনী উঠান বৈঠকের প্যান্ডেল খুলে নিয়ে এলাকাবাসীকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। উক্ত উঠান বৈঠকে উপস্থিত হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মু. গোলাম কিবরিয়া ভিপি।

স্থানীয় নেতৃবৃন্দ এর প্রতিবাদ জানিয়ে উপযুক্ত বিচার দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...