Logo Logo

ভাঙ্গায় প্রাইভেটকার–ট্রেন সংঘর্ষে আহত কয়েকজন, গাড়ি খাদে


Splash Image

ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের নোয়াপাড়া জান্দি রেলক্রসিং এলাকায় একটি প্রাইভেটকার ও চলন্ত ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা কয়েকজন যাত্রী আহত হন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া জান্দি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার হঠাৎ করে চলন্ত ট্রেনের সামনে চলে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...