বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এসে ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণ ঘটিয়েই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল যোগে শহরের দিকে পালিয়ে যায়। হঠাৎ এমন ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ভীতি সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়েই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, "সাধারণ শিক্ষার্থীদের মনে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।"
রাত ১২টা ৫ মিনিটে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্রই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে অবস্থান নেন। বিস্ফোরণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করছে। হাতে তৈরি ককটেল নিক্ষেপকারী দুষ্কৃতিকারীদের শনাক্ত করার কাজ চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...