বিজ্ঞাপন
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন। তিনি তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার রক্ষায় ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই।” এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন এবং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাকিম সরদারসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে ডা. কে এম বাবরকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করে বলেন, গোপালগঞ্জের উন্নয়নে তাকে বিজয়ী করা অত্যন্ত জরুরি। তারা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। উঠান বৈঠকে উপস্থিত এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বি, তরুণ ভোটার ও সাধারণ জনগণ ধানের শীষ প্রতীকের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তারা আশ্বাস দেন যে, ভোটের দিন পর্যন্ত সবাই এক হয়ে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।
সভা ও উঠান বৈঠক শেষে নেতৃবৃন্দ রঘুনাথপুর এলাকার বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে ডা. কে এম বাবরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান। গোপালগঞ্জের মতো গুরুত্বপূর্ণ আসনে বিএনপির এই তৎপরতা নির্বাচনী মাঠে নতুন মেরুকরণ সৃষ্টি করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...