Logo Logo

বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা সকল অর্থ ফেরত আনা হবে- মেজর হাফিজ


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, শেখ হাসিনার আমলে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় গিয়ে টানা ১৭ বছর ধরে দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। দেশের জন্য তারা কিছুই করেনি, বরং নিজেদের ভাগ্য গড়তেই ব্যস্ত ছিল।


বিজ্ঞাপন


তিনি অভিযোগ করেন, কেউ এসব অন্যায়ের প্রতিবাদ করলে ঠান্ডা মাথায় তাকে হত্যা করা হতো। আয়না ঘর তৈরি করে সেখান থেকে মানুষ তুলে নিয়ে গভীর রাতে নদীর পাড়ে গুলি করে হত্যার মতো জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। র‌্যাব ও সেনাবাহিনীর কিছু কুলঙ্গার এসব অপরাধে জড়িত ছিল বলেও তিনি মন্তব্য করেন। সে সময়ের এক ভূমি প্রতিমন্ত্রী লন্ডনে ৩১০টি বাড়ি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

মেজর হাফিজ আরও বলেন, বিদেশে পাচার করা অবৈধ অর্থ ফেরত আনার জন্য ড. ইউনূস ইংল্যান্ড সরকারের কাছে চিঠি দিয়েছেন। গত ১৬ বছরে বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া সব অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামের নামে যেন কেউ কাউকে ঠকাতে না পারে—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। লালমোহন ও তজুমদ্দিন এলাকায় কোনো ধরনের অপকর্ম হতে দেওয়া হবে না। ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে জনগণ তার কাছে সরাসরি জবাবদিহিতা চাইতে পারবে বলেও আশ্বাস দেন তিনি। তিনি বলেন, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।

এসময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলের নেত্রী ভারতে অফিস খুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আওয়ামী লীগের উচিত ভারতের প্রতিটি রাজ্যে অফিস খুলে সেখানেই অবস্থান করা এবং ভারতের নাগরিকত্ব গ্রহণ করা।

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...