Logo Logo

বেকারত্ব দূরীকরণ ও সুদবিহীন ঋণের প্রতিশ্রুতি-ওবায়দুল্লাহ কায়সার


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনের শেখহাটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে শেখহাটি বাজারে দলটির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার।

তিনি বলেন, জনগণ যদি ভোট দিয়ে সংসদে পাঠায়, তাহলে বেকার যুবকদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কৃষক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত সুদবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা সেক্রেটারি তাজ মোহাম্মাদ, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, শিবিরের সাবেক জেলা সভাপতি মো. আব্বাস আলীসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। এজন্য জনগণের সমর্থন ও অংশগ্রহণ অপরিহার্য।

জনসভায় সভাপতিত্ব করেন হাফেজ আসলাম হোসাইন। তাঁর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...